ডিজেল ইঞ্জিনের ফুয়েল সিস্টেম কিভাবে কাজ করে?
ডিজেল ইঞ্জিনের ফুয়েল সিস্টেমের বনর্না। ফুয়েল বা জ্বালানী হিসাবে আমরা ডিজেল ব্যবহার করি। তাই উন্নত মানের ডিজেল সব সময় ব্যবহার করতে হবে। ফুয়েল সিস্টেমের যন্ত্রাংশ সমূহ :- ফুয়েল সিস্টেমে যে সকল পার্টস থাকে তা হচ্ছে – ফুয়েল ট্যাংক, ওয়াটার সেপারেটার , ফুয়েল ট্রান্সফার পাম্প, ফুয়েল ফিল্টার, ফুয়েল ইঞ্জেকশান পাম্প, ইউনিট ইঞ্জেক্টারস বা নজেলস। কিভাবে ফুয়েল সিস্টেম কাজ করে :- প্রথমে ইঞ্জিনের ডিজেল, ডিজেল ট্যাংক হতে ওয়াটার সেপারেটার হয়ে ফুয়েল ট্রান্সফার পাম্পে নির্দিষ্ট প্রেসারে ফুয়েল ফিল্টারে পৌছায়। তারপর ফুয়েল ফিল্টার থেকে ফুয়েল ইঞ্জেকশান পাম্প থেকে হাই প্রেসার হয়ে ইঞ্জেক্টর/নজেলের দ্বারা ফুয়েল কম্বাশ্বন চেম্বারে স্প্রে করে। ফুয়েল সিস্টেমের সমস্যা সমূহ এবং তা নিরুপনের উপায় :– কখনোই ভেজাল মিশ্রিত ফুয়েল ব্যবহার করবেন না। কারন এতে দ্রুত ফুয়েল ফিল্টারের কার্যক্ষমতা নষ্ঠ হয়ে যাবে। ইঞ্জিন রানিং অবস্থায় কখনোই ফুয়েল ট্যাংকে ডিজেল ভরা যাবে না। তাতে ফুয়েল ট্যাংকের তলানীতে জমা ময়লা পুনরায় ডিজেলের সাথে মিশে যাবে। এ ময়লা ফুয়েল ফিল্টারে যেয়েও ফিল্টার অকার্যকর করে দিবে। তাছাড়া ফুয়েলে বাতাস...
Comments
Post a Comment