ডিজেল ইঞ্জিন ও পেট্রোল ইঞ্জিনের পার্থক্য।

ডিজেল ইঞ্জিন ও পেট্রোল ইঞ্জিনের পার্থক্য।

পেট্রোল ইঞ্জিনঃ এই ইঞ্জিন অটো সাইকের উপর চলে।
ডিজেল ইঞ্জিনঃ এই ইঞ্জিন ডিজেল সাইকেলের উপর চলে।
পেট্রোল ইঞ্জিনঃ সাকশন স্ট্রোকে সিলিন্ডের ভিতর জ্বালানি ও বাতাস প্রবেশ কর।
ডিজেল ইঞ্জিনঃ সাকশন স্ট্রোকে সিলিন্ডারে শুধু বাতাস প্রবেশ করে।
পেট্রোল ইঞ্জিনঃ বাতাস ও জ্বালানি কার্বোরেটরের মাধ্যমে মিশ্রন করে সিলিন্ডারে প্রবেশ করে।
ডিজেল ইঞ্জিনঃ কম্প্রেশন স্ট্রোক শেষে সিলিন্ডারের ভিতর জ্বালানি অটোমাইজারের সাহায্যে প্রবেশ করে।
পেট্রোল ইঞ্জিনঃ ইহার কম্প্রেশন রেশিও ৬-৭।
ডিজেল ইঞ্জিনঃ ইহার কম্প্রেশন রেশিও ১৫-২৫।
পেট্রোল ইঞ্জিনঃ ইহার তাপীয় দক্ষতা ২৬%।
ডিজেল ইঞ্জিনঃ ইহার তাপীয় দক্ষতা ৪০%।
পেট্রোল ইঞ্জিনঃ জ্বালানি খরচ বেশি।
ডিজেল ইঞ্জিনঃ জ্বালানি খরচ কম।
পেট্রোল ইঞ্জিনঃ ইহার গতি বেশ।
ডিজেল ইঞ্জিনঃ ইহার গতি কম।
পেট্রোল ইঞ্জিনঃ ইহার আয়ুস্কাল কম।
ডিজেল ইঞ্জিনঃ ইহার আয়ুস্কাল বেশি।
পেট্রোল ইঞ্জিনঃ ইহার ক্রয় মূল্য কম।
ডিজেল ইঞ্জিনঃ ইহার ক্রয় মূল্য বেশি।

Md. Tushar Mahmud
Engineering  Services of Bangladesh,
(ESB Ltd), Faridpur.

Comments

Post a Comment

Popular posts from this blog

ডিজেল ইঞ্জিনের ফুয়েল সিস্টেম কিভাবে কাজ করে?

ডিজেল ইঞ্জিনের বিভিন্ন এলার্ম ও প্রোটেকশান সিস্টেম, সমস্যা ও সমাধান...!!